মিতালী রাজের জীবন কাহিনী 2023।(Mithali Raj Biography: Birth, Age, Retirement, Early Life, Cricket Career, Records, Awards & More  In Bengali)

মিতালি রাজ কে? মিতালী রাজের জীবন কাহিনী, অবসর, জন্ম, কর্মজীবন, আইপিএল,বিতর্ক, বয়স, বায়োপিক, আন্তর্জাতিক ক্যারিয়ার, কোচ, সম্মান এছাড়াও অন্যান্য অজানা তথ্য (Who is Mithali Raj? Mithali Raj Life Story, Retirement, Birth, Career, IPL, Age, Biopic, International Career, Coach, Honors Also Other Unknown Facts)

মিতালী রাজের জীবন কাহিনী 2023।(Mithali Raj Biography: Birth, Age, Retirement, Early Life, Cricket Career, Records, Awards & More  In Bengali)
Mithali Raj

আপনি কি মিতালি রাজ কে চেনেন? মিতালি রাজ হলেন আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। আপনি যদি এই মিতালি রাজের জীবনী সম্বন্ধে জানতে আগ্রহী হন তাহলে আমাদের এই পোস্টটি পড়ুন।আমাদের এই পোস্টটিতে মিতালি রাজের জীবনী এবং অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন।

Table of Contents

“মিতালি রাজের জীবন কাহিনী – Mithali Raj Biography in Bengali”

মিতালী রাজ কে ?(Who is Mithali Raj?)

মিতালী রাজ হলেন একজন ভারতীয় ক্রিকেটার এবং মহিলা জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং ওডিআই এর অধিনায়ক।আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের  মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সেরা হলেন মিতালী রাজ।

অসংখ্য রেকর্ড রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে মিতালী রাজের.ওয়ানডেতে টানা সাতটি হাফ সেঞ্চুরি(50) করা তিনি হলেন প্রথম মহিলা।মিতালি রাজ হলেন এমন এক মহিলা ক্রিকেটার যিনি একদিনের মহিলা আন্তর্জাতিক ম্যাচে 7000 রানের সীমা অতিক্রম করেছেন

এই মিতালি রাজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের মধ্যে স্থায়ীভাবে অধিনায়ক হন 2005 সালে। 2005 এবং 2017 সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব  করেন।মিতালী রাজ হলেন একমাত্র মহিলা ক্রিকেটার যিনি একাধিক আইসিসি ওয়ানডেতে বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করেছেন। মিতালি রাজ টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন 2019 সালে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে মনোযোগ দেয়ার জন্য.আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি বছর পূর্ণ করা (2019) প্রথম মহিলা হন।

মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট এর সমস্ত ফরমেট থেকে অবসর ঘোষণা করেন 8 জুন 2022 সালে

মিতালী রাজের সংক্ষিপ্ত জীবন (Brief life of Mithali Raj)

প্রকৃত নাম মিতালী দোরাই রাজ্
জন্ম3 ডিসেম্বর 1982
জন্মস্থানযোধপুর,রাজস্থান, ভারত 
পেশাক্রিকেটার
ব্যাটিংডান হাতি
বোলিংডান হাতি
প্রিয় শট কভার ড্রাইভ
ভূমিকাটপ অর্ডার ব্যাটার
ওডিআই(ODI) জার্সি নম্বর03
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকODI – 26 জুন 1999
Test – 14 জানুয়ারি 2002
T20- 5 আগস্ট 2006
আন্তর্জাতিক অবসরODI & Test – 8 জুন 2022
T20 – 3 সেপ্টেম্বর 2019

বয়স, জন্ম তথ্য এছাড়াও অন্যান্য তথ্য (Age, date of birth also other information)

আপনি কি মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজের বয়স, জন্ম তথ্য এছাড়াও অন্যান্য তথ্য সম্পর্কে জানতে আগ্রহী তাহলে নিচে টেবিলটি দেখুন –

প্রকৃত নামমিতালী দোরাই রাজ্ 
অন্য নাম লেডি শচীন
ডাকনাম  মিতালি 
জন্ম তারিখ 3 ডিসেম্বর ১৯৮২
বয়স42 বছর (2023  সাল অনুযায়ী)
জন্মস্থান যোধপুর,রাজস্থান, ভারত 
জাতিতামিল 
রাশি চক্রধনু রাশি
 জাতীয়তা ভারতীয়
হোমটাউনসেকেন্দ্রাবাদ, ভারত
ধর্মহিন্দু ধর্ম
পেশা  ক্রিকেটার
বিখ্যাতমহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক

বাবা-মা এবং আত্মীয়-স্বজন(Parents and relatives)

আপনি কি মিতালি রাজ এর বাবা-মা এবং আত্মীয়-স্বজন সম্পর্কে জানতে আগ্রহী তাহলে নিচের টেবিলটি দেখুন

বাবার নামদোরাই রাজ
মায়ের নামলীলা রাজ
বোননেই
ভাইমিঠুন রাজ (দাদা)

শারীরিক পরিসংখ্যান  (Physical statistics)

আপনি কি মিতালি রাজের শারীরিক পরিসংখ্যান সম্পর্কে জানতে আগ্রহী তাহলে নিজের টেবিলটি দেখুন –

উচ্চতাসেন্টিমিটারে – 163 সেমি
মিটারে – 1.63 মি
ফুট ইঞ্চি – 5’4”
ওজন55 কেজি(সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে)
শারীরিক পরিমাপজানা নেই
চোখের রংকালো
চুলের রংকালো

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification)

আপনি কি ভারতীয় মহিলা ক্রিকেটারের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ এর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে আগ্রহী তাহলে নিচের টেবিলটি দেখুন –

বিদ্যালয়কেয়াস হাই স্কুল (হায়দ্রাবাদ)
কম্ভরবা গান্ধী জুনিয়র ওর ওম্যান (সেকেন্দ্রাবাদ)
কলেজ/ বিশ্ববিদ্যালয়ভর্তি হননি
শিক্ষাগত যোগ্যতাক্লাস 12

দেশীয়/ রাষ্ট্রীয় দল  (Domestic/ State Team)

 Air India Women
Railways
Asia women XI
India Blue Women

প্রশিক্ষক(trainer)

  • জ্যোতি প্রসাদ
  • সম্পথ  কুমার 
  • বিনোদ শর্মা
  • আর এস আর  মূর্তি

মিতালি রাজের প্রথম জীবন(Mithali Raj’s early life)

 তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে মিতালি রাজ থাকতেন।ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুবই ভালবাসতেন।মাত্র 10 বছর বয়সেই তিনি ক্রিকেট খেলতে শুরু করেন.যখন তিনি স্কুলে পড়তেন দাদার সাথে স্কুল জীবনে ক্রিকেটের কোচিং নিতে শুরু করেন। তিনি প্রায়শই ছেলেদের সাথে খেলতেন।ছোটবেলা থেকেই ক্রিকেটের পাশাপাশি তিনি নাচতে খুবই ভালোবাসতেন।তিনি ছিলেন একজন ভারতনাট্য নৃত্যশিল্পী কিন্তু ক্রিকেট টিকে তিনি খুবই বেশি ভালোবাসতেন ফলে ক্রিকেট টিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার জন্য তিনি নৃত্য ছেড়ে দেন।

কর্মজীবনের প্রথমার্ধ

মিতালি রাজ Purnima Rau, Anjum Chopra এবং Anju Jain এর মত প্রতিভাবান ক্রিকেটারদের সাথে এয়ার ইন্ডিয়ার হয়ে খেলেছেন ঘরোয়া চ্যাম্পিয়নশিপ এর জন্য রেলওয়েতে যোগ দেওয়ার আগে।এছাড়াও তিনি মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সুপার্ণোভাস এবং ভেলোসিটির হয়ে খেলেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার (International career)

মিতালী রাজ ভারতের হয়ে  টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি এই তিনটি ক্রিকেটে খেলেছেন। মিতালী রাজের যখন বয়স মাত্র 14 বছর তখন 1997 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্যদের মধ্যে তার নাম ছিল কিন্তু দুর্ভাগ্যবশত চূড়ান্ত দলে জায়গা করে নিতে তিনি পারেননি।

আন্তর্জাতিক অভিষেক
ওডিআই(ODI) – 26 শে জুন 1999 (ভারত বনাম আয়ারল্যান্ড)
টি-টোয়েন্টি(T20) –  05 আগস্ট 2006 ( ভারত বনাম ইংল্যান্ড)
টেস্ট(Test) – 14 জানুয়ারি 2002 (ভারত বনাম ইংল্যান্ড)

17 আগস্ট 2002 ,মিতালি রাজ মাত্র 19 বছর বয়সে তার দ্বিতীয় এবং শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান 214  করে ক্যারেন  রোলটনের (209) বিশ্বরেকর্ড ভেঙে দেন।

পরে এই রেকর্ডটি অতিক্রম করেন পাকিস্তানের কিরণ বালুচ যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 242 রান করেন 2004 সালে।

আগস্ট 2006, ইংল্যান্ডে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন।মিতালী রাজ এবং এশিয়া কাপে একটিও খেলা না হেরে দলকে সফলভাবে রক্ষা করে বছরটি শেষ করেন।

মিতালি রাজ 2013 মহিলা বিশ্বকাপে একমাত্র মহিলা যিনি ওডিআই(ODI) ক্রিকেটার ছিলেন। এছাড়াও ফেব্রুয়ারি 2017 সালে,5500 রান করা ওডিআই তে দ্বিতীয় খেলোয়াড় হয়েছিলেন মিতালী রাজ। মিতালী রাজ হলেন পথম খেলোয়াড় যিনি ভারতের হয়ে ওডিআই এবং টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করেছেন।

মিতালি রাজের ব্যাটিং পরিসংখ্যান –

FormatMatchInningsNoRunsHSAverage100s50s
WTEST1219369921443.6814
WODI232211577805125*50.68764
W T20898421236497*37.520017

মিতালি রাজ বোলিং পরিসংখ্যান –

FormatMatchWktsBBIBBMAveEconSR4w5w10w
WTEST12002.66000000
WODI232083/43/411.373.1921.3000000
WT2089006000000

মিতালি রাজ 2017  এর মহিলা ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেন কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে ইংল্যান্ডের কাছে দলটি নয় রানে পরাজিত হয়।

 2017 জুলাই, মিতালি রাজ হলেন প্রথম খেলোয়াড় যিনি ওডিআই(ODI) তে 6000 রান করেছেন।

মিতালি রাজ কে আই সি সি(ICC) মহিলা ওয়ানডে দলের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নামকরণ করা হয়েছিল 2017 সালের ডিসেম্বরে।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মিতালি রাজ অবসর নিয়েছিলেন 2019 সালের সেপ্টেম্বরে। বিসিসিআই-এর একটি প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে –

“ 2006 সাল থেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ভারতের প্রতিনিধিত্ব করার পর,আমি  ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চাই” 

মিতালী রাজ কে 2022 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়কত্ব করার জন্য মনোনীত করা হয়।

কোচিং ক্যারিয়ার (Coaching career)

ভারতের মহিলা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শ হিসেবে নিযুক্ত করা হয় মিতালি রাজকে।

রেকর্ড (record )

  • মিতালি রাজ হলেন মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক।
  • 2002  সালে মিতালি রাজ  ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং শেষ টেস্টে 214 রান করে মহিলা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর রেকর্ড গড়ে তোলেন।
  • মিতালী রাজ হলেন মহিলা ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। 5992  রান সংগ্রহ করা ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে ছাড়িয়ে মহিলাদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রেকর্ড তৈরি করেন 2017  সালে জুলাই মাসে।
  • মিতালি রাজ হলেন 200 টি ওয়ানডে ম্যাচে খেলা প্রথম প্রথম মহিলা ক্রিকেটার।
  • একাধিক আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে নেতৃত্ব দেওয়া একমাত্র খেলোয়াড়( পুরুষ কিংবা মহিলা) হলেন মিতালী রাজ.
  • মিতালি রাজ হলেন প্রথম ভারতীয় মহিলা এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে পঞ্চম যিনি বিশ্বকাপে মোট 1000 রান করেছেন।
  • মিতালি রাজ হলেন প্রথম মহিলা যিনি কুড়ি বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন।
  • 2021 সালে মার্চ মাসে,  মিতালি রাজ হলেন প্রথম ভারতীয় মহিলা  এবং  মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় যিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10000 এরও বেশি রান করেছেন।
  • মিতালি রাজ হলেন প্রথম মহিলা যিনি 2015 সালে উইজ ডেন ইন্ডিয়ান ক্রিকেটার অফ দা ইয়ার জিতেছেন।
  • মিতালী রাজ ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান শার্লট এডওয়ার্ডস এর সর্বোচ্চ আন্তর্জাতিক রানের রেকর্ডকে অতিক্রম করেন 3  জুলাই 2021 এ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ চলাকালীন। মিতালি রাজ শার্লট এডওয়ার্ডস এর 10,273 রানের গণ্ডিকে অতিক্রম করেন। তিনি ওই ম্যাচে 75 রান করেন এবং ভারতকে চার উইকেটে জয়ের পথ দেখিয়েছিলেন।

শেষ ম্যাচ (last match)

ওডিআই(ODI) – 27 মার্চ 2022
 টেস্ট (Test)- 30 সেপ্টেম্বর 2021 – 3 অক্টোবর 2021
টি টুয়েন্টি(T20) – 9 মার্চ 2019

পুরস্কার/সম্মান(Awards/Honors)

2003অর্জুন পুরস্কার
2015পদ্মশ্রী
2015উইজডেন ইন্ডিয়ান ক্রিকেটার অফ দ্য ইয়ার 
2017ইয়ুথ স্পোর্টস আইকন অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড রেডিয়েন্ট ওয়েলনেস কনক্লেভ, চেন্নাই
2017ভোগের 10 তম বার্ষিকীতে ভোগ স্পোর্টসপারসন অফ দ্য ইয়ার
2021 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

বৈবাহিক অবস্থা /  অ্যাফেয়ার (Marital Status / Affair)

বৈবাহিক অবস্থাঅবিবাহিত
অ্যাফেয়ার জানা নেই 

মিতালি রাজ তার বয়ফ্রেন্ড সম্বন্ধে তেমন কোনো তথ্য গণমাধ্যমে শেয়ার করেননি।

বিতর্ক(Controversy)

মিতালি রাজ 2018 সালে একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলে। তিনি BCCI এর কাছে একটি চিঠিতে কোচ রমেশ পোয়ার এবং BCCI, COA এর সদর শহর ওপর পক্ষপাতদুষ্টতার জন্য অভিযুক্ত করেছিলেন তাকে 2018 টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অন্তর্ভুক্ত না করানোর জন্য।

বায়োপিক(Biopic)

বিশ্ব ক্রিকেটের কিছু নামকরা ক্রিকেটারের ক্রিকেটারদের গত কয়েক বছর ধরে কিছু বায়োপিক তৈরি হচ্ছে যেমন “এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি” (মহেন্দ্র সিং ধোনির জীবনী) এবং “83” শচীন তেন্ডুলকর এর জীবনী।

এই তালিকায় যোগ হয় সাবাশ মিঠু এর টিজার যেটি 21 শে মার্চ প্রকাশিত হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট তারকা মিতালি রাজ কে উৎসর্গ করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে।তাপসী পান্নু কে মিতালি রাজ এর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এই ছবিতে।

পছন্দের জিনিস সমূহ(Favorites)

প্রিয় খাবারঘন দই ভাত
শখ নাচ, পড়া
প্রিয় অভিনেতাশাহরুখ খান,অমিতাভ বচ্চন
 প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয় ক্রিকেটারমাইকেল ক্লার্ক, শচীন  টেন্ডুলকর
প্রিয় বই কোলম্যান  বার্কসের  দ্যা এসেন্সিয়াল রুম
প্রিয় কবিরুমি
প্রিয় নাচভারতনাট্যম

প্রোফাইল(profile)

FacebookMithali Raj
InstagramMithali _Raj
TwitterMithali Raj
WikipediaMithali Raj

নেটওয়ার্থ (net worth)

আপনি কি মিতালি রাজ এর নেটওয়ার্ক সম্পর্কে জানতে আগ্রহী তাহলে নিজের টেবিলটি দেখুন –

নেটওয়ার্থ (Net Worth)50 লক্ষ টাকা/  বার্ষিক ($5M)

মিতালী রাজের সম্পর্কে কিছু অজানা তথ্য(Some unknown facts about Mithali Raj)

  • মিতালি রাজস্থানের যোধপুরের একটি তামিল পরিবারের জন্মগ্রহণ করেছিলেন।মিতালী রাজ্যের পিতা দো রাই রাজ তিনি একজন ভারতীয় বিমান বাহিনীতে চাকরি করতেন।
  • মিতালী রাজের মা লিনারাজ  লরেন্স এবং মায়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ কাজ করতেন অয়ন।
  •  মিতালি রাজ তার বড় ভাই মিঠুন রাজ এর সাথে ফ্রেন্ড জন্স একাডেমিতে ক্রিকেটের কোচিং নিতে যেতেন।
  • মিতালী রাজের মা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে  ছোটবেলায় মিতালী খুবই অলসে ছিলেন কিন্তু তার দাদার পাল্লায় পড়ে সকালে 6  টায় ক্রিকেটের কোচিং ক্লাসে যাওয়ার মাধ্যমে তার এই অলসে অভ্যাসটি ছেড়ে দেয়।
  • মিতালীর দাদা  মিঠুন রাজের ক্রিকেট প্রশিক্ষক ছিলেন জ্যোতি প্রসাদ যিনি 6 বছর বয়সী মিতালির সাথে ক্রিকেটের সাইড গেম খেলতেন।
  • এই দুটি প্রসাদি মিতালীর ক্রিকেট খেলার দক্ষ তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবংএকদিন মিতালির বাবাকে জ্যোতিপ্রসাদ বলেন যে “তোমার ছেলের দিকে মননিমেষ না করে আমার মনে হয় তুমি তোমার মেয়ের দিকে মনোনিবেশ করা ভালো”
  • এরপরে জ্যোতিপ্রসাদ মিতালীর বাবা-মাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস এর কোচ  সম্পদ কুমার এর সাথে পরামর্শ করার কথা বলেন। ফলে মিতালির বাবা মা মিতালী কে এই ক্লাবে দুই মাসের জন্য ওই ক্লাবে ভর্তি করেন।
  • মিতালীর ক্রিকেট খেলার দক্ষতাকে ভালোভাবে পরিদর্শন করে  সম্পদ কুমার মিতালির বাবা-মাকে জানান যে “ আপনার মেয়েটি ভালো আমি তাকে দেশের হয়ে খেলার পরিকল্পনা করছি” এই কথাটি শুনে মিতালির বাবা মা কথাটি কে ততটাও গুরুত্ব দেননি।
  • মিতালীর বাবা-মা, মিতালীর কর্মজীবনের প্রতিটি পর্যায়ে তার পাশে দাঁড়িয়েছেন। যখন মিতালীর প্রশিক্ষক তোর মাকে বলেছিলেন যে মিতালীকে কখনোই পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ করা উচিত নয় তখন তিনি মিতালির জন্য একটি টু হুইলার কিনে দিয়েছিলেন।
  • মিতালি রাজ হলেন একজন আগ্রহী পাঠক তিনি প্রায়শয় সময় পেলে বই এবং উপন্যাস পড়ে থাকেন।
  • মিতালি রাজ কে “ ভারতীয় মহিলা ক্রিকেটের লেডি তেন্দুলকর”  ডাকনামো অর্জন করেছিলেন।এছাড়াও মিতালীরা ছিলেন শচীন টেন্ডুলকরের একজন অন্ধ ভক্ত।
  • শাহরুখ খান, নিতা আম্বানি সাথে ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের দেখা যায় মিতালী রাজকে।
  • মিতালি রাজ, প্রখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বিশাল বড় অনুরাগী।

“মিতালি রাজের জীবন কাহিনী – Mithali Raj Biography in Bengali” – FAQ

Q-1.মিতালি রাজ কোথায় জন্মগ্রহণ করেছিলেন?(Where was Mithali Raj born?)

Ans.মিতালি রাজ এর জন্মস্থান হল যোধপুর,রাজস্থান, ভারত।

Q-2.মিতালি রাজ এর স্বামীর নাম কি?(What is the name of Mithali Raj’s husband?)

Ans.মিতালি রাজ এখনো অবিবাহিত তাই তার স্বামীর নাম এখনো জানা যায়নি।

Q-3.মিতালি রাজ কি বিবাহিত?(Is Mithali Raj married?)

Ans.না. মিতালি রাজ এখনো অবিবাহিত।

Q-4.মিতালি রাজ এর বয়স এবং উচ্চতা কত?(What is Mithali Raj’s age and height?)

Ans.মিতালি রাজ এর বয়স হলো 2023 সাল অনুযায়ী 42 বছর এবং উচ্চতা হলো 5’4”।

Q-5.মিতালি রাজ কবে অবসর নিয়েছিলেন?(When did Mithali Raj retire?)

Ans.মিতালি রাজ অবসর নিয়েছিলেন 8 জুন 2022 সালে.

Q-6.মিতালি রাজ এর আন্তর্জাতিক অভিষেক কবে হয়েছিল?(When was Mithali Raj’s international debut?)

Ans.মিতালি রাজ এর আন্তর্জাতিকভাবে অভিষেক হয়েছিল
ওডিআই(ODI) – 26 শে জুন 1999 (ভারত বনাম আয়ারল্যান্ড)
টেস্ট(Test)  – 14 জানুয়ারি 2002 (ভারত বনাম ইংল্যান্ড)
টি-টোয়েন্টি(T20) –  5 আগস্ট 2006 ( ভারত বনাম ইংল্যান্ড)

Q-7.মিতালি রাজ এর মাতৃভাষা কি?(What is Mithali Raj’s Mother Tongue?)

Ans.মিতালি রাজ এর মাতৃভাষা গুলো তামিল।

“মিতালি রাজের জীবন কাহিনী – Mithali Raj Biography in Bengali”

অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি “মিতালি রাজের জীবন কাহিনী – Mithali Raj Biography in Bengali” পড়ার জন্য।এই পোস্টটি “মিতালি রাজের জীবন কাহিনী – Mithali Raj Biography in Bengali” কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান।আশা করি পোস্টটি আপনাদের কে শাস্তি সম্পর্কে অনেক তথ্য জানতে সাহায্য করেছে।আমরা এই সমস্ত তথ্যগুলি অনেক রকম ভাবে ভালোভাবে অনুসন্ধান করে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি।যদি কোনো তথ্য ভুল মনে হয়ে থাকে তাহলে মন্তব্য ফর্মটি পূরণ করে আমাদেরকে শেয়ার করতে পারেন।এরকম আরো মানুষের জীবনী সম্পর্কে জানতে আমাদের এই সাইটটিকে bongbio.com ফলো করুন।

ধন্যবাদ!

মন্তব্য করুন