লতা মঙ্গেশকর কে,জীবন পরিচয় ,গান সমূহ,স্বামী,মাসিক বেতন,শিক্ষাগত যোগ্যতা,ধর্ম,বিতর্ক,মৃত্যু ,জীবনের কিছু অজানা তথ্য(Lata Mangeshkar Biography, Songs, Husband, Monthly Salary, Educational Qualification, Religion, Controversies, Death, Some Unknown Facts of Life,) লতাজির জীবনী।
আপনি কি জানেন কে এই লতা মঙ্গেশকর?যদি আপনি লতা মঙ্গেশকরের জীবনী সম্বন্ধে কিছু তথ্য জানতে চান তবে আর্টিকেলটিতে একটু চোখ রাখুন।এই লতাজি ছিলেন সুর-সঙ্গীতের একজন অন্যতম,অসাধারণ,ভারতীয় সুরকার গায়িকা।
ইনি ধর্মীয় দিকে মারাঠি ছিলেন।লতাজির গানের গলা বা কণ্ঠস্বর ছিল প্রচুর মধুর।ভারতের চলচ্চিত্র এক হাজারেরও বেশি গান গেয়েছেন। তাই ওনাকে ভারতের ‘নাইটেঙ্গেল’ নামে অভিহিত করা হয়েছে এবং উনি 36 টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন এবং তিনি বিদেশি ভাষায় গানও গেয়েছেন।তাই ওনার নাম ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’ এ উল্ল্যেখ রয়েছে। লতাজি 10 হাজারেরও বেশি গান গেয়েছেন।লতাজির গানের জগতে প্রথম হাতে খড়ি হয় ওনার বাবা দ্বীপনাথ মঙ্গেশকরের কাছ থেকে।
Table of Contents
লতা মঙ্গেশকর কে?(Who is Lata Mangeshkar?)
লতা মঙ্গেশকরের জীবনী সম্পর্কে জানতে হলে।আপনাকে আগে জানতে হবে কে ছিলেন এই লতা মঙ্গেশকর।লতাজি হলেন সুরের জগৎ এ সুরের রানী।এনি হলেন ভারতের বিখ্যাত একজন কিংবদন্তি সংগীত জগৎ এর সনামধন্য গায়িকা।লতাজি ভারতের মাটিকে এক সংগীতময় করে তুলেছিলেন ওনার মধুর কণ্ঠস্বর দিয়ে। লতাজি ভারতের চলচিত্রে প্রচুর গান গেয়ে গিয়েছেন। ওনার বিদেশি ভাষায় গানের রেকর্ড ছিল অতুলনীয়।লতাজি 10000 এর বেশি গান পৃথিবীকে উপহার হিসেবে দিয়ে গেছেন।
লতা মঙ্গেশকরের সংক্ষিপ্ত জীবন কাহিনী(Brief Life Story of Lata Mangeshkar)
আপনি কি লতা মঙ্গেশকরের ভক্ত, আপনি কি উনার সম্বন্ধে কোন কিছু তথ্য জানতে চান যেমন লতাজির কর্মজীবন, বৈবাহিক জীবন, ফিল্মফেয়ার, সঙ্গীত ক্যারিয়ার, জন্মস্থান, পিতা মাতা ইত্যাদি। তাহলে নিচের টেবিলটি দেখুন-
প্রকৃত নাম | হেমা মঙ্গেশকর |
বাবার নাম | দ্বীপনাথ মনেষ্কর |
মায়ের নাম | শিবন্তী মঙ্গেশকর |
বোন | আশা ভোঁসলে ঊষা মঙ্গেশকর মিনা মঙ্গেশকর |
ভাই | হৃদয়নাথ মঙ্গেশকর |
ধর্ম | হিন্দু |
বিবাহিত জীবন | অবিবাহিত |
লতা মঙ্গেশকরের বয়স এবং জন্ম তথ্য (Lata Mangeshkar Age and Birth Information)
আপনি কি বিখ্যাত সংগীতশিল্পী লতাজির বয়স এবং জন্ম তথ্য সম্পর্কে জানতে আগ্রহী।আমরা লতা মঙ্গেশকরের জীবনী এই পয়েন্টে ওনার বয়স এবং জন্ম তথ্য সম্পর্কে আলোচনা করেছি।তথ্যগুলি জানতে নিচের টেবিলটি দেখুন –
জন্মের তারিখ | 28সেপ্টেম্বর 1929 সালে |
জন্মস্থান | লতা মঙ্গেশকর ব্রিটিশ ভারত ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর বর্তমানে মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন |
বয়স(2023 সাল অনুযায়ী) | 93 বছর |
নাগরিকত্ব | ভারতীয় |
মাতৃভাষা | মারাঠি |
রাশিচক্র | জানা নেই |
লতা মঙ্গেশকরের শারীরিক বর্ণনা(Physical description of Lata Mangeshkar)
আপনি কি লতা মঙ্গেশকরের শারীরিক বর্ণনা তথা উচ্চতা,ওজন,গায়ের রং ইত্যাদি সম্বন্ধে জানতে চান তাহলে নিচের টেবিলটি দেখুন –
উচ্চতা-সেন্টিমিটারে | সেন্টিমিটারে- 155 সেমি মিটারে-1.55মি |
ওজন | জানা নেই(দিনে দিনে পরিবর্তিত হতে পারে) |
গায়ের রং | ফর্সা |
চুলের রং | কালো |
চোখের রং | গাঢ় বাদামি |
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)
লতা মঙ্গেশকর,উনি কতদূর পর্যন্ত পড়েছেন তা নিয়ে সঠিক তথ্য জানা যায়নি কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6টি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন।
লতাজির শিক্ষাগত দিক দিয়ে সঠিক তথ্য না জানা গেলেও সংগীত সম্পর্কে জানা গিয়েছে।উনি 5 বছর বয়স থেকে সংগীতজগতে আসেন এবং উনার প্রথম শিক্ষাগুরু হলেন উনার বাবা দ্বীপনাথ মঙ্গেশকর।উনার বাবা ছিলেন মারাঠি থিয়েটারের একজন অন্যতম অভিনেতা এবং তার সাথে সাথে নাট্য সংগীতের সুরকার ছিলেন।
পরে লতা মঙ্গেশকর বিখ্যাত গায়ক আমান আলি সাহেব এবং আমানত খানের কাছেও গানের চর্চা করতেন।
পছন্দের জিনিস(Favorite Things)
আপনি কি লতা মঙ্গেশকরের পছন্দের জিনিসগুলো যেমন পছন্দের খাবার, প্রিয় খেলা, প্রিয় ক্রিকেটার, শখ সম্বন্ধে জানতে চান তাহলে নিচের টেবিলটি দেখুন –
পছন্দের খাবার | গাজরের হালুয়া, মিষ্টি কন্ঠের জন্য উনি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসতেন, এমনকি পানিপুরি পছন্দ করতেন, এছাড়াও স্পাইসি ফুড পছন্দ করতেন. |
প্রিয় খেলা | ক্রিকেট খেলা খুব পছন্দ করতেন. |
প্রিয় ক্রিকেটার | লতা মঙ্গেশকরের প্রিয় ক্রিকেটার ছিল শচীন তেন্ডুলকর. |
কর্মজীবন(Career)
লতা মঙ্গেশকরের কর্মজীবন 1942-2022 সালের মধ্যে।
লতাজি প্রায় 36 টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন যেমন বাংলা,হিন্দি,মারাঠি ইত্যাদি।
প্রথম গান –
1942সালে একটি মারাঠি চলচ্চিত্রে লতাজির প্রথম গানটি গান কিন্তু দুর্ভাগ্যবশত এই গানটি মুক্তি পায়নি।লতাজির বয়স যখন মাত্র 13 সে সময় উনার বাবা মারা যান।মাত্র 5 বছর বয়সে ছোটবেলাতে লতাজি উনার বাবার সাথে নাটকের থিয়েটারে অভিনয় করতে যেতেন কিন্তু তার ওই থিয়েটারে অভিনয় করতে ভালো লাগতো না।একদিন বাড়িতে এসে কাঁদতে কাঁদতে মাকে বলে ‘যে ‘আমার অভিনয় করতে ভালো লাগেনা আমি গান গাইবো’।উনার মেকাপ ভাল লাগত না,তাই তার পর থেকে গান গাওয়ার জন্য চাহিদা আরো বেড়ে যায় কিন্তু মাত্র 13 বছর বয়সে বাবা মারা যায় ওনার ফলে সব দায়িত্ব তার ওপর এসে পড়ে. লতাজি ছিলেন বাড়ির মধ্যে সবচেয়ে বড়।
বাবা মারা যাওয়ার পর মাত্র 13 বছর বয়সে লতাজি একটি মারাঠি গান রেকর্ড করেন কিন্তু ছবিটি মুক্তি পেলেও গানটি বাদ দিয়ে দেয়া হয়েছিল. উনার বাবার সাথে একজন ফিল্ম কোম্পানির মালিকের বন্ধুত্ব ছিল। উনার নাম ছিল বিনায়ক দামোদর। উনি লতাজিকে অনেক সাহায্য করেছেন।
লতা মঙ্গেশকর প্রথম গান গেয়ে 25 টাকা উপার্জন করেছিলেন।
লতাজি 1945 সালে মুম্বাই যান এবং আমানত আলী খানের কাছ থেকে গানের প্রশিক্ষণ নিতে থাকেন।তারপর তিনি 1947 সালে হিন্দি ছবি ‘আপকি সেবা মে’ সিনেমাটিতে কয়েকটি গান গেয়েছিলেন কিন্তু তা কারও চোখে পড়েনি।তার জন্য তিনি কষ্ট পেয়েছিলেন কিন্তু তিনি হাল ছেড়ে দেননি।1949 সালে লতাজি 4টি ছবিতে গান গেয়েছিলেন এবং তা সবার চোখে পড়ে তাতে তিনি অনেক খ্যাতি লাভ করেন. মুভিগুলো হল-
- বারাসাত
- দুলারী
- আন্দাজ
- মহল
এই ‘মহল’ ছবির ‘আয়েগা আসেওলা’ গানটি সুপারহিট হয়েছিল।তারপর থেকেই শুরু হয় লতাজির পথ চলা।লতাজির ফিল্মী কেরিয়ার ছিল একটা অন্যরকম।সমস্ত পরিচালক এবং গায়করা বলেছিল উনার কন্ঠে মা সরস্বতী বাস করে।
বাংলা গান(Bengali Song)
লতাজি 200টি বাংলা গান রেকর্ড করেছিলেন তার মধ্যে কিছু গান হল –
- আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের
- প্রেম একবারই এসেছিল
- রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
- মঙ্গল দ্বীপ জ্বেলে
- চঞ্চল ময়ূরী এ রাতে
- ও মোর ময়না গো
- কেন কিছু কথা বলো না
- সাত ভাই চম্পা
- আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
- নিঝুম সন্ধ্যায় ইত্যাদি ইত্যাদি.
হিন্দি গান( Hindi Songs)
লতা মঙ্গেশকরের গলায় হিন্দি গানের রেকর্ড 15 হাজারেরও বেশি রয়েছে।তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য কতকগুলি গান নিচে দেয়া হলো-
- তেরে লিয়ে (বীরজারা)
- জিয়া জ্বলে (দিল সে)
- ইয়ারা সিলি সিলি (লেকিন)
- দুনিয়া করে সওয়াল তো হাম বহু ( বেগম)
- আজারে পরদেশী (মধুমতি)
- রহে না রহে হাম (মমতা)
- আয়েগা আনেওয়ালা (মহল)
- তেরে বিনা জিন্দেগি সে কোই (আঁধি)
সিনেমা জগতে কিছু গুরুত্বপূর্ণ মানুষের সাথে কর্মজীবন(Career with some important people in the world of cinema)
লতাজি সিনেমা জগতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষদের সাথে কাজ করেছেন।সেগুলি জানতে নিচের টেবিলটি দেখুন –
পরিচালক | নুরজাহান, শংকর জয় কিষান, এস ডি বর্মন,নওয়াজ আলী. |
গায়ক | মোহম্মদ রফিক, মুকেশ জি, কিশোর কুমার. |
উল্লেখযোগ্য পুরস্কার(Significant Awards)
লতাজি তার মধুর কন্ঠের জন্য বিভিন্ন পুরস্কার ভূষিত হন সেই সমস্ত পুরস্কারের তালিকা নিচে দেয়া হল –
1969 | পদ্মভূষণ |
1999 | এনটিআর জাতীয় পুরস্কার |
1997 | মহারাষ্ট্র ভূষণ পুরস্কার |
1989 | দাদা সাহেব ফালকে পুরস্কার |
1999 | পদ্মবিভূষণ |
2001 | ভারতরত্ন |
এছাড়াও লতাজি বেসামরিক পুরস্কার,ভারতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার(1958), এছাড়াও 2008 সালে স্বাধীনতার 60 তম বার্ষিকীতে লতাজিকে ‘ওয়ান টাইম এওয়ার্ড’ এ সম্মানিত করা হয়।
হেমা থেকে লতা হওয়ার গল্প (How did Hema come to be known as Lata?)
আপনি কি ইচ্ছুক এই গল্পটি জানতে? গল্পটি ছিল খুবই অসাধারণ।সুরের রানী 5 বছর থেকে গান ও নাটক করতেন।তিনি বাবার সাথে নাটক করতে যেতেন. তাই তার বাবার পরিচালিত ‘ভাব বন্ধন’ নাটকের ‘ললিতার’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।তারপর থেকে তার নাম হেমার পরিবর্তে রাখা হয় লতা।তারপর থেকে আস্তে আস্তে সেই নাম সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছিল এই ছিল হেমা থেকে লতা হওয়ার গল্প।
লতা মঙ্গেশকরের প্রেমের গল্প(Lata Mangeshkar’s love story)
আপনাদের জানতে ইচ্ছা করে না যে লতাজি কেন অবিবাহিত? লতাজি প্রেম করেছিল না করেননি?যদি জানতে চান তাহলে লতাজির প্রেমের গল্পটি নিচে দেয়া হল –
গল্পটি খুবই অসাধারণ ছিল.কেন জানেন তিনি অবিবাহিত?কারণ তিনি একজন রাজাকে ভালোবাসতেনযার নাম ছিল রাজ সিংহ।তিনি ছিলেন একজন ক্রিকেটার. দুজন একে অপরকে খুবই ভালবাসতেন কিন্তু রাজ সিংহ রাজপরিবারের সন্তান হওয়ার কারণে রাজ সিংয়ের পরিবার থেকে রাজ সিংহ কে প্রতিশ্রুতি দেয়া হয় যেন সাধারণ ঘরের মেয়েকে বিয়ে না করে এই প্রতিশ্রুতি রাজ সিংহ মেনে নিয়েছিলেন।তাই দুজনেই অবিবাহিত ছিলেন।এই হল লতাজির বিয়ে না করার কারণ।
আয়(Income)
আপনারা নিশ্চয়ই আয় সম্পর্কে জানতে আগ্রহী হবেন. লতাজির আয় ছিল প্রতিমাসে 80 লক্ষ টাকা।
রাজনৈতিক জীবন(Political Life)
1999 এর 22 সেপ্টেম্বর থেকে 2006 সালের 21 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যসভার সংসদ ছিলেন এই সংগীতজগতের সংগীতের রানী লতা মঙ্গেশকর।
বিতর্ক(Controversy)
লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির এরমধ্যে ফাটল সৃষ্টি হয় ‘রয়্যালটি ইস্যু’ বিষয়টি নিয়ে. এই ফাটলটি শুরু হয় 1962 সালে। |
একটি ভুল বোঝা করার জন্য লতাজি 7 বছর মত সুরকার এসডি বর্মন এর সাথে কাজ করতে অস্বীকার করেন। |
মৃত্যু(Death)
সুরের রানী লতাজি ওনার শেষ জীবনটিতে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। 2019 সালের 11 নভেম্বর দক্ষিণ মুম্বাই এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।
অবশেষে 2022 সালের 6 ফেব্রুয়ারী লতাজি করোনা তে আক্রান্ত হন এবং আসতে আসতে শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
লতাজির জীবনীর কিছু অজানা তথ্য(Some unknown facts of Lataji’s biography)
লতাজি একজন কুকুরপ্রেমী ছিলে। |
লতাজি মেকআপ করা অপছন্দ করতেন। |
লতাজি উর্দু গানেতে সুর দেওয়ার সময় মহারাষ্ট্র ভাষার উচ্চারণ দিলীপ কুমার লক্ষ্য করেন. তাই জন্য লতাজির উর্দু ভাষার পাঠ নিতে গেলেন একজন উর্দু শিক্ষক শফীর কাছে। |
1984 সালে লতা মঙ্গেশকর পুরস্কার চালু করেছিলেন মধ্যপ্রদেশ সরকার. পরে মহারাষ্ট্র সরকার এই পুরস্কারটি অনুসরণ করেন 1992 সালে। |
উপসংহার(Conclusion)
আমরা এই আর্টিকেল এর মাধ্যমে লতা মঙ্গেশকরের জীবনী নিয়ে আলোচনা করলাম আশা করি এই আর্টিকেলটি আপনাদের সঠিক তথ্য দিতে সম্পূর্ণ ভাবে সাহায্য করবে যদি কোনো তথ্য আপনাদের ভুল মনে হয় তাহলে আপনারা মন্তব্য ফ্রম টি পূরণ করে আপনাদের মতামত আমাদের শেয়ার করুন।
FAQ
Q-1. মঙ্গেশকর এর জন্ম কোথায় হয়?
Ans. লতাজির জন্ম ইন্দোর, মধ্যপ্রদেশ
Q-2.লতা মঙ্গেশকর এর পিতার নাম কি?
Ans.দ্বীপনাথ মঙ্গেশকর
Q-3.লতা মঙ্গেশকর এর মাতার নাম কি?
Ans. শিবন্তী মঙ্গেশকর