কেয়া পায়েল কে? কেয়া পায়েলের জীবনী, বয়স, উচ্চতা, ওজন, কর্মজীবন, শিক্ষাগত যোগ্যতা, পুরস্কার/ সম্মান, পরিবার এছাড়াও কেয়া পায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য (Who is Kaya Payal? Kaya Payal Biography, Age, Height, Weight, Career, Educational Qualification, Awards/Honors, Family Also Some Unknown Facts About Kaya Payal)
আপনি কি কেয়া পায়েল কে চেনেন? কেয়া পায়েল হলেন একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। আপনি যদি কেয়া পায়েলের জীবনী সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের এই পোস্টটি “কেয়া পায়েলের জীবনী – Keya Payel Biogaphy in Bengali” পড়ুন। আমাদের এই পোস্টটিতে কেয়া পায়েলের জীবনী সম্পর্কিত অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন।
Table of Contents
“কেয়া পায়েলের জীবনী – Keya Payel Biogaphy in Bengali“
কেয়া পায়েল কে? (Who is Kaya Payal?)
কেয়া আক্তার পায়েল ওরফে কেয়া পায়েল নামে বেশি পরিচিত হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি মূলত বাংলাদেশের নাটকে অভিনয়ের জন্য জনপ্রিয়।অভিনেত্রীর পাশাপাশি কেয়া পায়েল হলেন ইউটিউবার এবং Tiktok তারকা। যিনি “ছোট প্রযোজ্য” নামক টিভি সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও ইন্দুবালা চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করতে দেখা যায় কেয়া পায়েলকে। অভিনয় ছাড়াও বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনেও কাজ করতে দেখা গেছে কেয়া পায়েলকে।
বয়স,জন্ম তথ্য এছাড়াও অন্যান্য তথ্য (Age,birth information also other information)
আপনি কি অল্প বয়সী অভিনেত্রী কেয়া পায়েলের বয়স, জন্ম তথ্য এছাড়াও অন্যান্য তথ্য সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে নিচের টেবিলটি দেখুন –
প্রকৃত নাম | কেয়া আক্তার পায়েল |
ডাকনাম | পায়েল |
জন্মতারিখ | 12 মার্চ 1994 |
বয়স | 29 বছর (2023 সাল অনুযায়ী) |
জন্মস্থান | ময়মনসিংহ,ঢাকা,বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
জাতিসত্তা | আসাইন |
ধর্ম | মুসলিম |
রাশিচক্র | মীন রাশি |
পেশা | টিভি অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী, মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার |
শারীরিক পরিসংখ্যান (Physical statistics)
আপনি কি পায়েলের শারীরিক পরিসংখ্যান তথা উচ্চতা, ওজন এছাড়া অন্যান্য তথ্য সম্পর্কে জানতে আগ্রহী? যা লক্ষ লক্ষ যুবকেরা জানতে চায়। কেয়া পায়েলের শারীরিক গঠন যা লক্ষ লক্ষ যুবকেরা পছন্দ করে থাকে।
উচ্চতা | সেন্টিমিটারে – 163 সেমি মিটারে – 1.63 মি ফুট ইঞ্চিতে- 5 ফুট 5 ইঞ্চি |
ওজন | কেজিতে – 50 কেজি পাউন্ডে – 110 পাউন্ড (সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে) |
শারীরিক পরিমাপ | 34-27-32 ইঞ্চি |
ব্রা সাইজ | 34B |
চোখের রং | কালো |
চুলের রং | বাদামী |
জুতোর সাইজ | 7 |
শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)
ছোটবেলা থেকে কেয়া পায়েল ছাত্রী হিসেবে মোটামুটি ভালো ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ গান করতে ভালবাসতেন কেয়া পায়েল। কেয়া ময়মনসিংহ জিলা স্কুল থেকে SSC এবং ঢাকা ক্যামব্রিয়ান স্কুল থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি নিয়ে সাতক ডিগ্রি অর্জন করেন।
বিদ্যালয় | ময়মনসিংহ জিলা স্কুল (SSC) ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (HSC) |
কলেজ/ বিশ্ববিদ্যালয় | সাউথ ইস্ট ইউনিভার্সিটি , ঢাকা |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক (এলএলবি) |
কর্মজীবন (Career)
কেয়া খুব অল্প বয়স থেকেই তার কর্মজীবন শুরু করেন। কেয়া কর্মজীবন শুরু করেন একজন মডেল হিসেবে। এছাড়াও পায়েল টিক টক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে তার পেশা শুরু করেন। এরপর তিনি 2017 সালে যখন পায়েল এইচ এস সি স্টুডেন্ট ছিল তখন ক্যামব্রিয়ান স্কুলের বিজ্ঞাপন ফটোশুটের মাধ্যমে যাত্রা শুরু করেছিল এবং 2018 সালে কয়েকটি বিজ্ঞাপনের সাথে কিছু মিউজিক রেকর্ডিংয়ে অংশ নেন কেয়া পায়েল।
এরপর 2018 সালে মিনার রহমানের মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যায়। সেই সময় এই মিউজিক ভিডিওটি ভালোই জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপর তাহসান এবং হাবিবের,ইমরান সাথেও কয়েকটি মিউজিক রেকর্ডিংয়ে অভিনয় করেছেন। এরপর 2018 সালে পায়েল জনপ্রিয় অভিনেতা জোবানের বিপরীতে “শর্ত প্রযোজ্য” নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় করেন। নাট্য জগতে এইটি ছিল পায়েলের প্রথম কাজ। এরপর 2019 সালের থেকে বিভিন্ন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় কেয়া পায়েল। এছাড়াও তিনি আফরান নিশো,অপূর্ব, মোশারফ করিম এর মত অনেক অভিনেতাদের সাথেও কাজ করেছেন।
শুধুমাত্র নাটক কিংবা মিউজিক ভিডিওতে নয় বড় পর্দাতেও অভিনয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন। 2019 সালে ইন্দুবালা চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বেশ খ্যাতি অর্জন করেছেন কেয়া পায়েল।
অভিনয়ের পাশাপাশি কেয়া সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়। তিনি হলেন একজন Tiktok স্টার, ইউটিউবার। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।
কেয়া পায়েল অভিনীত নাটক গুলি হল –
- একতাই আমার তুমি (প্রথম টেলিফিল্ম)
- জিরো
- ঘুড্ডি
- ফ্লাইং কিস
- শেদিন বৃষ্টি হোবে
- মেঘ কেতে যাওয়া রোধ
- হৃদ মাঝারে
- স্যার এর বিয়ে
- ক্রাইম পার্টনার
- ম্যাড ম্যান
- গো টু হেল
- সরি বিন্দু
- প্রসেসিভ ওয়াইফ
- চোমন বাহার
- বস আই হেট ইউ
- বিবাহ কোরিতে ইচ্চুক
- বয়স কোন ব্যাপার না
- অবুজ সোম (2020)
- বাঘের খাঁচা (2020)
- বনভোজন (2020)
- বুড়া জামাই (2020)
- চিলেকোথার বাদশা (2020)
- এক দোফা এক দাবি (2020)
- Hoyto Tomari Jonnyo (2020)
- কুফা জয়নাল (2020)
- প্রবলেম টু পয়েন্ট ফাইভ (2020)
- কোয়েশ্চেন(2020)
- শর্ত প্রযোজ্য (2020)
- সাইলেন্ট জোন (2020) ইত্যাদি
কেয়া পায়েল অভিনিত চলচ্চিত্র –
ইন্দুবালা (2019)
কেয়া পায়েল অভিনীত সংগীত ভিডিও গুলি হল –
- ভালোবাসি তাই – তাহসান খান
- কেন এত চাই তোকে – ইমরান মাহমুদুল এবং ফারজ লাবিবা
- আলো – ইমরান মাহমুদুল এবং পনি চাকমা
- এত ভালোবাসি – ইমরান মাহমুদুল
- দাড়ি কমা – শেখ সাদী
- পরান বন্ধুরে – ইমরান মাহমুদুল ইত্যাদি
বৈবাহিক অবস্থা এবং অ্যাফেয়ার্স (Marital status and affairs)
কেয়া পায়েল হলেন অবিবাহিত। তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কোন তথ্য গণমাধ্যমে শেয়ার করেননি. তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন।
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
অ্যাফেয়ার্স | জানা নেই |
আরো জানুন >> জান্নাতুল নাঈম এভ্রিলের জীবনী – Jannatul Nayeem Avril Biography In Bengali
নেটওয়ার্থ (net worth)
কেয়া পায়েল অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও প্রচুর টাকা আয় করে থাকেন। এছাড়াও তিনি মডেলিংয়ের মাধ্যমে প্রচুর টাকা আয় করে থাকেন।
নেটওয়ার্থ | $1M – $5M |
পছন্দের জিনিস সমূহ (Favorites)
আপনি কি কেয়া পায়েলের পছন্দের জিনিসগুলি সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে নিচের টেবিলটি দেখুন –
প্রিয় অভিনেতা | শাহরুখ খান ও রণবীর সিং |
প্রিয় অভিনেত্রী | আলিয়া ভাট ও অনুস্কা শর্মা |
প্রিয় রং | গোলাপি,নীল |
পছন্দের খাবার | চিকেন বিরিয়ানি, চাইনিজ খাবার |
প্রিয় সিনেমা | দাবাং 2 (2012) |
শখ | কেনাকাটা, ভ্রমণ |
প্রিয় সুরকার | অরিজিত সিং |
প্রিয় খেলা | ক্রিকেট |
প্রিয় খেলোয়াড় | সাকিবুল হাসান |
প্রোফাইল (Profile)
Koyel Payel | |
Koyel_ Payel | |
জানা নেই | |
Wikipedia | Koyel Payel |
কেয়া পায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য (Some unknown facts about Kaya Payal)
- কেয়া পায়েল একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
- অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কেয়া পায়েল হলেন এক যে একটি পরিচিত নাম।
- টিক টক এর মাধ্যমে কেয়া পায়েল ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন।
- কেয়া পায়েলের কর্মজীবন শুরু হয় 2017 সালে প্রথমবারের মতো মডেল হিসেবে।
- ক্যায়া পায়েল ময়মনসিংহ তে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকেন।
- সাম্প্রতিক সময়ে বাংলা নাটকে যে কজন তরুণ অভিনেত্রী তুমুল আলোচনায় আছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন কেয়া আক্তার পায়েল ওরফে কেয়া পায়েল।
- কেয়া পায়েল পায়েলিয়া পায়েল নামেও খুবই সুপরিচিত।
- ক্যায়া পায়েল তার সাবলীন অভিনয়ের পাশাপাশি নজর কাড়া এক্সপ্রেশন, আকর্ষণীয় বাংলা উচ্চারণ, চালচলন, সুললিত কন্ঠ এবং সুমিষ্ট হাসির কারণে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
- এখনো পর্যন্ত কেয়া পায়েল প্রায় 25 টি ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
- এখনো পর্যন্ত কেয়া পায়েল 50 টি একক নাটকে অভিনয় করেছেন।
- মোশারফ করিম,আফরান নিশো,ইরফান সাজ্জাদ,আখম হাসান আদর,জোহান, এই সময়ের প্রায় সব অভিনেতার সঙ্গে তিনি অভিনয় করেছেন।
- কেয়া পায়েলের অভিনীত একটি উল্লেখযোগ্য নাটক হলো “আমার কথা একবারও ভাবলেনা”। এছাড়াও “মাগো আমি বিদেশ যাব” নাটকেও বেশ ভালো অভিনয় করেছেন কেয়া পায়েল এবং এই নাটকে বিপরীতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার।
- “আমার তুমি” নাটকে আফরান নিসো এর বিপরীতে অভিনয় করতে দেখা যায় কে পায়েলকে। এই নাটকে অভিনয় করে তিনি ভালই প্রশংসিত হন।
- অবসর সময়ে কেয়া পায়েল বই পড়তে ভালোবাসেন। কেয়া পায়েল ব্যারিস্টার হতে চান।
“কেয়া পায়েলের জীবনী – Keya Payel Biogaphy in Bengali” – FAQ
Q-1.কেয়া পায়েলের বয়স কত?(How old is Kaya Payal?)
Ans. কেয়া পায়েলের বয়স 2023 সাল অনুযায়ী 29 বছর।
Q-2.কেয়া পায়েল অভিনীত নাটকের লিস্ট? (List of dramas starring Kaya Payal?)
Ans. কেয়া পায়েল অভিনীত নাটকের লিস্ট টি হল –
হৃদ মাঝারে
স্যার এর বিয়ে
ক্রাইম পার্টনার
ম্যাড ম্যান
গো টু হেল
সরি বিন্দু
প্রসেসিভ ওয়াইফ
চোমন বাহার
বস আই হেট ইউ ইত্যাদি।
Q-3.কেয়া পায়েল এর জন্ম তারিখ কবে? (When is Kaya Payal’s date of birth?)
Ans. কেয়া পায়েলের জন্ম তারিখ হল 12 মার্চ 1994।
Q-4.কেয়া পায়েল এর উচ্চতা কতো? (What is the height of Kaya Payal?)
Ans. কেয়া পায়েলের উচ্চতা হল –
সেন্টিমিটারে – 163 সেমি
মিটারে – 1.63 মি
ফুট ইঞ্চিতে- 5 ফুট 5 ইঞ্চি।
“কেয়া পায়েলের জীবনী – Keya Payel Biogaphy in Bengali“
অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি “কেয়া পায়েলের জীবনী – Keya Payel Biogaphy in Bengali” পড়ার জন্য। এই পোস্টটি “কেয়া পায়েলের জীবনী – Keya Payel Biogaphy in Bengali“ কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। আশা করি পোস্টটি আপনাদের কে শাস্তি সম্পর্কে অনেক তথ্য জানতে সাহায্য করেছে।আমরা এই সমস্ত তথ্যগুলি অনেক রকম ভাবে ভালোভাবে অনুসন্ধান করে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি।যদি কোনো তথ্য ভুল মনে হয়ে থাকে তাহলে মন্তব্য ফর্মটি পূরণ করে আমাদেরকে শেয়ার করতে পারেন।এরকম আরো মানুষের জীবনী সম্পর্কে জানতে আমাদের এই সাইটটিকে bongbio.com ফলো করুন।